আমফানের স্মৃতি এখনও টাটকা, আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়



Odd বাংলা ডেস্ক: আমফানের তাণ্ডবের স্মৃতি এখনও দগদগে ৷ ধাক্কা সামলে ওঠার আগেই ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি ৷ মৌসম ভবন জানিয়েছে ওড়িশা উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ৷ আমফানে তাণ্ডবে বাংলার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে ওড়িশাও ৷ মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূলে ঘনীভূত হওয়া এই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতি বুঝতে আরও দিন তিনেক সময় লাগবে ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণে ঝুঁকে রয়েছে ঘূর্ণাবর্তটি ৷ ঘূর্ণাবর্তের অবস্থান দেখে আবহাওয়া দফতরের অনুমান, এটি উত্তর-পশ্চিমে অর্থাৎ ওড়িশার দিকেই অগ্রসর হবে ৷ তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা জানতে আরও তিনদিন এই ঘূর্ণাবর্তের উপর নজর রাখতে হবে ৷
Blogger দ্বারা পরিচালিত.