সারা দেশজুড়ে যখন খুলে যাচ্ছে মল-রেস্তোরাঁ-হোটেল, তখন কঠোর লকডাউনের পথে এই রাজ্য


Odd বাংলা ডেস্ক: গোটা ভারত জুড়ে যখন একে একে লকডাউন শিথিল করা হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল এমনকী ধর্মীয় স্থানেও। সেখানে দাঁড়িয়ে আরও দু-সপ্তাহের জন্য কঠোর লকডাউনের পথে এগোল মিজোরাম। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে লকডাউনের মেয়াদ। 

এদিন মিজোরামের তথ্য ও জনসংযোগ দফতর সূত্রে খবর, এদিন সেরাজ্যের মুখ্যমন্ত্রী জনিয়েছেন, সেরাজ্যে আরও ২ সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের নিয়ম-কানুন আজ থেকেই কার্যকর করা হবে। মিজোরাম সরকারের তরফে কোয়ারেন্টাইনের মেয়াদ যা বর্তমানে ১৪ দিন থেকে ২১ দিন পর্যন্ত বাড়ানো হল। 

অর্থাত ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ছে মিজোরামে। সোমবার আরও আটজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভের হদিশ পাওয়া গিয়েছে। যার ফলে সেরাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ জন।
Blogger দ্বারা পরিচালিত.