ইতিহাস গড়ল SpaceX, এই প্রথম বেসরকারি রকেটে মহাকাশে পৌঁছলেন নাসার ২ নভোশ্চর
Odd বাংলা ডেস্ক: মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল স্পেসএক্স। এলন মাস্ক-এর এই সংস্থাই হল বিশ্বের প্রথম বেসরকারি সংস্থা, যারা মহাকাশে যান পাঠানোর পাশাপাশি পাঠাল ২ মহাকাশচারীকেও। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২ নভশ্চরকে নিয়ে মহাকাশে উড়ে গেল স্পেসএক্স-এর মহাকাশযান। মহাকাশযানের সফল উৎক্ষেপণের পর এটি কার্যত ইতিহাসের গড়ল।
ফ্যালকন ৯ রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা দেয় স্পেসএক্স। স্পেসএক্স-এর পাড়ি দেওয়া নিয়ে প্রস্তুতি চলছিল অনেকদিন থেকেই। গত বুধবার খারাপ আবহাওয়ার জন্য উড়ান বাতিলও করা হয়। অবশেষে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মহাকাশে পাড়ি জমাল একটি বেসরকারি সংস্থার মহাকাশযান। স্পেসএক্স ক্রিউ ড্রাগন-এ চেপে নাসা-র ২ মহাকাশচারী পাড়ি দিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।
মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে শেষবার মহাকাশে মানুষ পাঠিয়েছিল ২০১১ সালে। তারপর দীর্ঘ ৯ বছর পর ফের মহাকাশে পাড়ি জমালেন নাসা-র দুই বিজ্ঞানী। ফ্লোরিডায় নাসা-র মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেয় ক্রিউ ড্রাগন। উৎক্ষেপণ সফল হওয়ার পর ২ নভশ্চরকে নিয়ে যানটি আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছতে সময় নেবে ১৯ ঘণ্টা। শেষ পাওয়া খবর অনুসারে ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গিয়েছে স্পেসএক্স। নভশ্চররা সেখানে পৌঁছানোর পর ক্রিউ ড্রাগন মহাকাশযানটি কক্ষে প্রয়োজনে ২১০ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে বলে জানানো হয়েছে।
Post a Comment