অবশেষে দেশে ফেরানো হচ্ছে ব্যাঙ্ক জালিয়াত বিজয় মাল্যকে
Odd বাংলা ডেস্ক: অবশেষে দেশে ফেরানো হচ্ছে বিজয় মাল্যকে। এই মুহূর্ত লন্ডনে জেল বন্দি অবস্থায় বিচার চলছে মাল্যর৷ ২০১৬ সালের মে মাসে ভারত ছেড়েছিলেন এই ব্যাঙ্ক জালিয়াত। সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতের ভারতে নিয়ে আসা হতে পারে বিজয় মাল্যকে।
মাল্যর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে৷ অভিযোগ দেশের অন্তত ১৭টি ভারতীয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশের চল্লিশটি সংস্থার অ্যাকাউন্টে বেআইনি ভাবে চালান করে দেন তিনি৷ ইউনাইটেড ব্রিউয়ারিজ-এর মালিক মাল্য কিংফিশার এয়ারলাইন্স-এর নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেন৷ পরে বন্ধ হয়ে যায় কিংফিশার এয়ারলাইন্স৷ দেশ ছেড়ে পালিয়ে যান বিজয় মাল্য৷ সেই থেকে তিনি ছিলেন নিরুদ্দেশ।
Post a Comment