চাকরি হারালেও কেন্দ্র দেবে ২ বছর বেতন, আবেদন করবেন কীভাবে জানুন
Odd বাংলা ডেস্ক: করোনা মহামারীর জন্য চারিদিকে চলছে লকডাউন। এই লকডাউন এর ফলে অনেক সংস্থা পড়ছে ক্ষতির মুখে। এর প্রভাব পড়ছে কর্মচারীদের উপর। আর এই নিয়েই চাকরি হারাচ্ছেন অনেকে, আতঙ্কিত যাদের চাকরি আছে তারাও। অটল বিমিত ব্যাক্তি কল্যাণ যোজনা
তবে এই সব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে কেন্দ্র সরকারের , ESIC পরিচালিত অটল বিমিত ব্যাক্তি কল্যাণ যোজনার জন্য। জানা যাচ্ছে, কেন্দ্রের এই স্কিমে কারও চাকরি চলে গেলে বা বেকারত্বের সমস্যায় পড়লে ২ বছর সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি স্কিমে বেতন পাবেন। মোদি সরকারের এই স্কিমের নাম ‘ atal bimit vyakti kalyan yojna ’।
এই স্কিমের আওতায় কোনও ব্যক্তির যদি চাকরি চলে যায় তবে , কেন্দ্রীয় সরকার ওই ব্যক্তিকে দু’বছর ধরে প্রতিমাসে আর্থিক সাহায্য দেবে।
জানা যাচ্ছে সেই ব্যক্তির শেষ ৯০ দিনের গড় আয়ের ২৫ শতাংশ দেবে সরকার।
” অটল বিমিত ব্যাক্তি কল্যাণ যোজনা ” -র সুবিধা কে পাবে?
বীমিত ব্যক্তি কল্যাণ প্রকল্পের সুবিধা কেবল তাদের জন্যই পাওয়া যাবে যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করতেন এবং চাকরি হারিয়েছেন ।
যাদের অর্থ পিএফ / ইএসআইতে কেটে নেওয়া হয়।
এই প্রকল্পে আবেদনর যোগ্যতার মানদণ্ড
ত্রাণ দাবি করার জন্য আবেদনকারীকে পিরিয়ড চলাকালীন বেকার হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই তার বেকারত্বের অব্যবহিত আগে ২ (দুই) বছরের জন্য উপযুক্ত চাকরিতে থাকতে হবে। বর্তমানে এটি ৬ মাস করা হয়েছে।
পূর্ববর্তী চারটি অবদানের সময়কালে আবেদনকারী কমপক্ষে 78 দিন অবদান রেখেছেন।
বীমাকারীর আধার এবং ব্যাংক অ্যাকাউন্টটি বীমাকৃত ব্যক্তির আধারের সাথে সংযুক্ত থাকে
এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া কি?
আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ , সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হবে, এই ফর্মের পাশাপাশি, পাঁচ হাজার টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এর মধ্যে এবি -১ থেকে এবি -4 পর্যন্ত ফরম জমা দেওয়া হবে।
যে সমস্ত কর্মী আবেদন করতে পারবেন না।
কোনও ব্যক্তিকে যদি খারাপ কাজ বা বেআইনি কাজের জন্য , কোম্পানি বরখাস্ত করে , তবে তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন না।
যদি ওই ব্যক্তির কোনও ফৌজদারি মামলা থাকে তবে তিনি এই স্কিমের জন্য যোগ্য হবেন না।
কোনও ব্যক্তি যদি নিজের ইচ্ছায় অবসর গ্রহণ করেন , যা VRS নামেও পরিচিত, তবে এমন পরিস্থিতিতে অটল বীমা ব্যক্তি কল্যাণ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
অনলাইন নিবন্ধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে?
” Atal Bimit Vyakti Kalyan Yojna ” প্রকল্পে আবেদন অনলাইন প্রক্রিয়া এখনও শুরু হয়নি ।
অ্যাপ্লিকেশনগুলি অফলাইনের মাধ্যমে গৃহীত হয় , এর জন্য আপনাকে আবেদনপত্র অফলাইনেই জমা দিতে হবে।
Post a Comment