একগুচ্ছ কঠোর বিধিনিষেধ মেনে ১৫ জুন থেকে খুলছে বেলুর মঠ, জানুন বিস্তারিত
Odd বাংলা ডেস্ক: পূর্বনির্ধারিত সিদ্ধান্ত মেনেই আগামী ১৫ জুন থেকে খুলে যাচ্ছে বেলুর মঠের দরজা। প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় সবার আগে যে মন্দির কর্তৃপক্ষ মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তা হল বেলুর মঠ। আর এবার সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা মাথায় রেখে সোমবার থেকে খুলে দেওয়া হবে বেলুর মঠের মন্দির।
তবে সেক্ষেত্রে পালন করতে হবে কঠোর নিয়ম-নীতি। সোমবার থেকে মঠের মধ্যে নিয়ে আসা যাবে না কোনও ফুল-মিষ্টি। এক একবারে মূল মন্দিরে ১০ করে ঢোকার অনুমতি দেওয়া হবে। বেলুর মঠ প্রাঙ্গনে ছাউনি করে ভক্তদের থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি দর্শন করেই বেরিয়ে আসতে হবে। ভেতরে বসে থাকার অনুমতি পাওয়া যাবে না, সেইসঙ্গে মঠের মহারাজাদের সঙ্গে দেখাও করা যাবে না, পাশাপাশি বেলুর মঠের বিখ্যাত সন্ধ্যারতিও দেখতে পাবেন না ভক্তরা।
আরও পড়ুন- দক্ষিণেশ্বর মন্দিরে পিপিই পরে প্রস্তুত পুরোহিতরা, কঠোর নিয়ম মেনে ভবতারিণীর দর্শন পাবেন ভক্তরা
প্রসঙ্গত, বুধবার বিকেলে বেলুড়মঠে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিনটি গাড়িতে চেপে তাঁরা সোজা মঠ অফিসের দিকে চলে যান। মনে করা হচ্ছে বিধি মেনে আগামী ১৫ জুনের পর বেলুড় মঠ ভক্তদের জন্য উন্মুক্ত করা হলে কী ভাবে মন্দির দর্শন ও মঠে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তা প্রত্যক্ষ করতেই কেন্দ্রীয় প্রতিনিধি দল মঠে এসেছিলেন।
Post a Comment