বিপেজি নেতা বললেন চিনের প্রধানমন্ত্রী কিম জং উন!
Odd বাংলা ডেস্ক: লাদাখ সীমান্তে চিন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে সোমবার ২০ ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এই ঘটনার পর থেকেই ভারতজুড়ে চলছে চিনের বিরুদ্ধে বিক্ষোভ। পাশাপাশি চিনা পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এমনই এক বিক্ষোভ মিছিলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম নিয়ে ভজঘট পাকিয়ে ফেললেন বিজেপির এক নেতা। তিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে বানিয়ে ফেলেছেন চিনের প্রধানমন্ত্রী!
বৃহস্পতিবার আসানসোলে চিনের বিরুদ্ধে বিক্ষোভে নামে বিজেপির নেতাকর্মীরা। মিছিল শেষে পোড়ানো হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা।
পোড়ানোর আগে গণেশ মাণ্ডি নামে ওই বিজেপি নেতা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন ‘আমরা চিনের বিরুদ্ধে বিক্ষোভ করছি। লাদাখে যে ঘটনা হয়েছে, তার বিরুদ্ধে এই মিছিল করছি। চিনের প্রধানমন্ত্রী কিম জং কুশপুত্তলিকা আমরা দাহ করব।’
ভিডিওতে নিজেকে আসানসোল দক্ষিণ মণ্ডল ১-এর সভাপতি হিসেবে পরিচয় দেন গণেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপর এটি ভাইরাল হয়ে যায়।
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) June 18, 2020
Post a Comment