আবার কৃষ্ণাঙ্গ হত্যা! ২৭ বছরের যুবককে গুলি করে মারল আটলান্টা পুলিশ


Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনা এখন মানুষের মনে তাজা। সারা মার্কিন মুলুক তথা আপামর বিশ্ব যখন কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে সরব হয়েছে, ঠিক তখনই ফের কৃষ্ণাঙ্গ হত্যার খবর উঠে এল। গ্রেফতারের সময়ে এক যুবককে গুলি করে হত্যা করল আটলান্টা পুলিশ। আটলান্টায় পুলিশ প্রধান পদত্যাগ করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। 

স্থানীয় সংবাধ্যম সূত্রে খবর, শনিবার গভীর রাতে ২৭ বছরের কৃষ্ণাঙ্গ যুবক রেয়শার্ড ব্রুসকে গুলি করে হত্যা করে আটলান্টা পুলিশ। আর সেই প্রতিবাদে আন্তঃরাজ্য সড়ক অবরোধ করা হয়েছে এবং সে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই ওয়েন্ডি এলাকাও ঘিরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। 

২৭ বছরের রেয়শার্ড ব্রুকস শুক্রবার গভীর রাতে ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোঁরার কাছে নিজের গাড়িতেই ঘুমিয়ে ছিলেন এবং রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ জানায় যে, সে এমনভাবে শুয়ে অন্য গ্রাহকদের বাধার সৃষ্টি করছেন। এরপর পুলিশ ব্রুকসকে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি পুলিশকে বাধা দেন।

বলা হচ্ছে, এরপর পুলিশ অফিসারদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ব্রুকস-এর। এরপর নাকি এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। অফিসাররা ব্রুকসকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখন নিজেকে বাঁচাতেই গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মী। এরপর তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হলেও শেষ রক্ষা হয়নি, মারা যান তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.