চলে গেলেন বলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর ওয়াজিদ খান
Odd বাংলা ডেস্ক: আগেই খবর এসেছিল তাঁরা দুই ভাই আছেন ভেন্টিলেশনে। এবার খবর অনুযায়ী ওয়াজিদ খানের মৃত্যু হয়েছে। বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই। তার বয়স হয়েছিল ৪২। সোমবার (১ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, তাকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
গায়ক সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়াজিদ ও তার ভাই সাজিদ খানের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছে।’
ওয়াজিদের ভাই সাজিদও সংগীত পরিচালক। বলিউডে সাজিদ-ওয়াজিদ জুটি হিসেবেই পরিচিত তারা। একসঙ্গে অসংখ্য গানের সংগীত পরিচালনা করেছেন। এছাড়া অনেক জনপ্রিয় গানেও কণ্ঠও দিয়েছেন ওয়াজিদ। এর মধ্যে রয়েছে— পার্টনার সিনেমার ‘ডু ইউ ওয়ানা পার্টনার’, ‘সোনি ডে নাখরে’, হ্যালো সিনেমার ‘হ্যালো’, ‘ব্যাং ব্যাং ব্যাং’, ‘মিতওয়া রে’, ওয়ান্টেড সিনেমার ‘জালওয়া’, ‘লাভ মি’, ‘তুসে পেয়ার কারতা হ্যায়’, দাবাং সিনেমার ‘হামকো পিনি হ্যায়’, ‘হুড় হুড় দাবাং’ প্রভৃতি।
Post a Comment