সূর্যগ্রহণ আর করোনার মধ্যে বিশেষ সম্পর্ক আছে, সূর্যগ্রহণ হলে কমে যাবে ভাইরাসের প্রাদুর্ভাব, দাবি বিজ্ঞানীর


Odd বাংলা ডেস্ক: গতবছর ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণের পর ধীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। আর এর সূত্র ধরে চেন্নাইয়ের এক বিজ্ঞানী দাবি করেছেন করোনাভাইরাস ছড়িয়ে পড়া এবং সূর্যগ্রহণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। 

পারমাণবিক এবং পৃথিবী বিজ্ঞানী ডঃ কে এল সুন্দর কৃষ্ণ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ২০১৯-এর ২৬ ডিসেম্বর সেবছরের শেষ সূর্যগ্রহণের পর তা থেকে নির্গত নিউট্রন কণার মিথস্ক্রিয়ার ফলে করোনা মহামারির প্রাদুর্ভাব ঘটে থাকতে পারে। তিনি বলেন যে, সৌরজগতে গ্রহের অবস্থানের কিছুটা তারতম্য বা শ্রেণীবিন্যাস ঘটেছে, যা মূলত ঘটেছে ওই সূর্যগ্রহণের পর। আর এরপরেই করোনা মহামারি বিস্তার লাভ করেছে।

এমনকি কীভাবে করোনাভাইরাসের সৃষ্টি হল, তাও ব্যাখ্যা করে বুঝিয়েছেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাস উপরের বায়ুমন্ডল থেকে এসেছে, যেখানে 'inter-planetary force variation' ঘটে থাকে। নিউট্রনগুলি নিউক্লিটিং শুরু করে যার ফলে, উপরের বায়ুমণ্ডলে জৈব-পরমাণু (বায়ো-নিউক্লিয়ার) মিথস্ক্রিয়া ঘটে। তাঁর মতে, এই জৈব পারমাণবিক মিথস্ক্রিয়া ভাইরাসটির উৎস হতে পারে। তিনি আরও বলেছেন এই মিউটেশনের ফলে সবার আগে তার প্রভাব পড়েছিল চিনে। 

আর এবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ-এর পর পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও দাবি করেছেন তিনি। তিনি এও বলছেন, এর জন্য আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং আসন্ন সূর্যগ্রহণ ভাইরাসটিকে নিষ্ক্রিয় করতে পারে। তাঁর দাবি, সূর্যালোক যা সূর্যগ্রহণের ফলে নিঃসৃত হবে, তা করোনা মহামারিটির প্রাকৃতিক প্রতিকার হতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.