একে চিনে রাখুন, ভারতীয়দের হত্যা করতে এই অমানুষ সেনা কমান্ডারকে লাদাখে নিয়োগ করেছে চিন
Odd বাংলা ডেস্ক: ভারতের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চিন। নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনা মোতায়েন করলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল। তার মধ্যেই চিনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। নতুন কমান্ডার নিয়োগের ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে কূটনৈতিক শিবির। চায়না রাষ্ট্রিয় গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতের দ্য হিন্দু পত্রিকা।
জেনারেল জু ওইলিং এর আগেও ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন। তিনি সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন। ফলে অনেক কিছুই তার পরিচিত এবং নখদর্পণে। তাই কৌশলগত ভাবেই চিন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা। আবার আগামিকাল শনিবারই দু'দেশের সামরিক পর্যায়ের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতিতে জু ওইলিংয়ের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক শিবির।
চিনের ওই রিপোর্টের সূত্রে জানা গিয়েছে, জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোঙ্গকির অধীনে কাজ করবেন। ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন। তিনি পদাতিক, বিমান সেনা এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন। চিনের সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে এই ওয়েস্টার্ন থিয়েটারের উপর ভারত-চিন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত। আবার ২০১৭ সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত-চিন সীমান্ত বিবাদ চলছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও। তিনি চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভারত-চিন সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে জেনারেল ঝাও জোঙ্গকি এবং জেনারেল জু ওইলিং— এই দুই সেনা কর্মকর্তাই সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।
প্রায় মাসখানেক ধরে পূর্ব লাদাখের পার্বত্য অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতে লিপ্ত রয়েছে চিনা ও ভারতীয় বাহিনী। বাড়ছে তিক্ততা। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধ সামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেহিকল মজুত রাখার কাজ শুরু হয়েছে। দুই দেশই অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্রসম্ভার পাঠিয়েছে।
এই সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার ইশারাতেই প্রায় ২ লাখ উইঘুর মুসলিমদের হত্যা করা হয়েছিল। বিষয়টা জানতে পারে জাতিসংঘ। অন্যদিকে ভারতের ওপর হামলা চালানোর জন্য এই সেনা প্রধান প্রস্তাব রেখেছে অবিলম্বে সীমান্তে প্রচুর পরিমাণে আর্টিলারি পাঠানোর জন্য।
Post a Comment