অরুণাচলের গা ঘেঁষে রেলপথ বানাচ্ছে চিন, নতুন করে সংঘাতের আশঙ্কা
Odd বাংলা ডেস্ক: করোনা তাণ্ডবের মধ্যেই চলছে ভারত চিন সংঘর্ষ। সীমান্ত নিয়ে এর আগে বহুবার বিবাদে জড়িয়েছে দুটি দেশ। ভারতের সঙ্গে একটি বড় অংশ সীমানা রয়েছে চিনের। ভারতে অবাধ চলাচলের সুবিধার্থে এরই মধ্যে অরুণাচলের গা ঘেষে নতুন রেলপথ বানাচ্ছে চিন।
ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চিনের। আর এই সীমান্তবর্তী অঞ্চলগুলিকে ব্যবহার করে ভারতের ভিতরে হামেশাই ঢুকে পড়ছে চিন। চিনকে প্রতিহত করতে সমরসজ্জাও শুরু করে দিয়েছে ভারত।
তবে এরই মাঝে তিব্বতের মধ্যে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকাকে ছুঁয়ে দ্রুত গতিতে রেলপথ নির্মাণ করছে চিন। যা ২০২১ সালের মধ্যে শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে সে দেশের সরকার। আর এই রেলপথ নিয়ে নতুন মাথাব্যাথা তৈরি হয়েছে ভারতের।
এরই মধ্যে রেললাইন তৈরির কাজ অনেকটাই হয়ে গেছে। তিব্বতের ইয়ারলুং তাসানজোংপ এবং সিয়াং অঞ্চলের মধ্যে দিয়ে রেলব্রিজ নির্মাণ করা হচ্ছে অর্থাৎ তিব্বতের যেখান থেকে ব্রহ্মপুত্র নদ শুরু হয়েছে।
আর সেখান থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে ভারতের এই রাজ্য নিয়ে নতুন করে বিবাদ বাধাতে চাইছে চিন।
এর আগেও অনেকবার চিন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে এসেছে। শুধু তাই নয়, গত বছর ডিসেম্বর মাসে অরুণাচল প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সফরের তীব্র বিরোধীতা করেছিলো চিন। এছাড়াও এখন পর্যন্ত ভারতের অরুণাচল প্রদেশকে নিয়ে চিনের সীমান্ত সংঘাত মেটাতে প্রায় ২১ দফা বৈঠকও হয়ে গিয়েছে দুই দেশের।
তিব্বত থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত পর্যন্ত এই চিনের রেললাইন তৈরি নতুন করে ভারত- চিন উত্তেজনার পরিবেশ তৈরি করছে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।
Post a Comment