২০ ভারতীয় জওয়ানকে হত্যা করেছে চিন, ভারত-চিন যুদ্ধ পরিস্থিতি প্রস্তুত



Odd বাংলা ডেস্ক: শান্তি ফেরাতে বৈঠক। তারই মাঝে লাদাখে চিনের হামলা। গোলাগুলি চলেনি। তবু, ঝরল রক্ত। গেল প্রাণ। ২০ জন ভারতীয় সেনা শহিদ। পাল্টা ভারতের মারে বেশ কয়েকজন চিনা সেনাও নিহত বলে খবর। এ দিন, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লাদাখ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিপোর্ট দেন প্রতিরক্ষামন্ত্রী। লাদাখের গালওয়ানে চিনা হামলায় ভারতীয় সেনার মৃত্যু। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে ১৯৭৫ সালের কথা। ভারত-চিনের মধ্যে সেই শেষ সংঘর্ষ যাতে মৃত্যু হয় ভারতীয় সেনার। 

গত মে মাসের শুরু থেকেই সীমান্তে ভারত-চিন সংঘাতের আবহ। কিন্তু, চল্লিশ বছর আগে পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম। সীমান্তে ভারত পরিকাঠামো তৈরি করেছে। তাতেই চিনের গোঁসা। মে মাসের শুরু থেকেই লাদাখে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে উত্তেজনা। ভারত-চিন সংঘাতের আবহ। মাঝে কিছুটা বরফ গললেও সোমবার একেবারে সংঘর্ষ। রক্তাক্ত পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা। উত্তেজনা কমাতে দু’দেশের উচ্চপদস্থ সেনাদের মধ্যে আলোচনা চলছিল। 

তখনই চিনের হামলা ৷ গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রলিং পোস্টের কাছে সংঘর্ষ বাধে ৷ মঙ্গলবার, ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানায়, উত্তেজনা কমাতে আলোচনা চলার সময়ই ভারত-চিন সংঘর্ষ। সোমবার, ১৫/১৬ জুন রাতে গালওয়ান উপত্যকায় ভারত-চিন হিংসাত্মক সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৭ জন ভারতীয় সেনা আহত হন ৷ এরপর অত্যাধিক উচ্চতায় তাঁদের অবস্থার দ্রুত অবনতি হয় ৷ এবং শূন্য ডিগ্রির নীচের তাপমাত্রায় তাঁদের মৃত্যু হয় ৷ সবমিলিয়ে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন এই সংঘর্ষের ঘটনায় ৷ ভারতীয় সেনা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ ৷
Blogger দ্বারা পরিচালিত.