করোনা পরিস্থিতিতে কাছাকাছি চিন-বাংলাদেশ সরকার, চিন থেকে ১০ বিশেষজ্ঞের দল গেল বাংলাদেশে
Odd বাংলা ডেস্ক: বাংলাদেশে করোনা পরিস্থিতি সামাল দিতে আগেই সেদেশে বিশেষজ্ঞের দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল চিন। আর এবার সেইমতোই সোমবার ১০ সদস্যের বিশেষজ্ঞ দল পৌঁছে গেল ঢাকায়। বাংলাদেশে করোনায় আক্রান্ত ৬৮ হাজারেরও বেশি মানুষ, পাশাপাশি মৃতের সংখ্যা প্রায় ১০০০ ছুঁই ছুঁই। বাংলাদেশে করোনায় মৃত্যুহার অন্যান্য দেশের থেকে কম হলেও ভবিষ্যতে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয় না যায়, সেজন্য আগে থেকেই কাছাকাছি এল দুই দেশ।
সূত্রের খবর, বিশেষজ্ঞদের ওই দলটিতে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা চিকিত্সক রয়েছেন। তাঁদের বেশিরভাগই শ্বাসপ্রশ্বাসজনিত অসুখের চিকিত্সক। বাংলাদেশ বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, দেশের বিভিন্ন কোভিড-১৯ হাসপাতালে তাঁরা যাবেন।
এদিন চিনে বিশেষজ্ঞরা ঢাকায় পৌঁছলে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন ও সেখানকার চিনা রাষ্ট্রদূত লি জিমিং। বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, একা একটা দেশের পক্ষে কোভিড-১৯ মোকাবিলা করা সম্ভব নয়। সেই কারণে সহযোগিতা ও অংশীদারিত্বের প্রয়োজন রয়েছে।
Post a Comment