লাদাখ সীমান্তে সংঘাত, আতঙ্কিত ভারতে বসবাসকারী চিনারা
Odd বাংলা ডেস্ক: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাতে ২৩ ভারতীয় সেনা নিহতের ঘটনায় চিনাবিরোধী মনোভাব তীব্রতর হয়ে উঠেছে ভারতে। তাতে নিরাপত্তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগে দিন কাটছে ভারতে অবস্থান করা চিনের নাগরিকদের।
সোমবার ভারত-চিনের সেনাবাহিনী হাতাহাতিতে জড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। কয়েক সপ্তাহ ধরে চলা চিনাবিরোধী মনোভাব আরও জোরালো হয়। প্রতিবাদ চলছে ‘বয়কট চায়না’ ও ‘টিচ লেসন টু চায়না’ হ্যাশট্যাগে। রাস্তায় নেমেছেন প্রতিবাদকারীরা।
এই পরিস্থিতিতে ভারতে বসবাসকারী চিনা নাগরিকরা কী ভাবছেন তা বের করার চেষ্টা করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারত-চিন অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সাকিব বলেছেন, ‘তারা (চিনা পরিবার) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চায় না। তারা বাইরে বের হচ্ছে না এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। দেশে তাদের পরিবারও দুশ্চিন্তায় আছে।’
সোমবার রাতে সংঘাতের ঘটনায় কয়েকজন চিনা বন্ধুর ফোন পাওয়ার কথা জানান সাকিব। ক্রমবর্ধমান চিনাবিরোধী মনোভাবের কারণে তারা শঙ্কা প্রকাশ করেছেন।
বেইজিং থেকে আসা এক চিনা নাগরিক গুরগাঁওয়ে কাজ করছে একটি মোবাইল ফার্মে। প্রথমে কথা বলতে আপত্তি জানালেও নাম প্রকাশ না করার শর্তে তিনি তার ভাবনার কথা জানান, ‘সীমান্তে অস্থিরতা নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমরা জানি ভারতীয়রা কতটা অতিথিপরায়ণ। এ কারণে আমি আমার পরিবারকে বলেছি আমরা সবাই এখানে ভালো আছি, চিন্তার কোনও কারণ নেই।’
গুরগাঁওয়ে কাজ করা আরেক চিনা নাগরিক জানালেন তিনি ও তার পরিবার খুব উদ্বেগের মধ্যে আছেন। তবে অন্য বন্ধুরা তাদের আশ্বস্ত করেছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চায়নিজ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ সেন্টারের অধ্যক্ষ বিআর দীপক বলেছেন, ‘তারা (ভারতের চিনা নাগরিক) স্বাভাবিকভাবে অনেক উদ্বিগ্ন। এ ধরনের সংঘাত অনেক চাপ তৈরি করে যার মাশুল দিতে হয় অন্যদের। হয়তো চিনেও ভারতীয়দের অবস্থা একই।’
Post a Comment