আপনার অজান্তেই ফোনে ইনস্টল হয়ে যাচ্ছে করোনা শনাক্তকারী অ্যাপ!



Odd বাংলা ডেস্ক: আপনি পচ্ছন্দ করুন আর না করুন আপনার ফোনে করোনাভাইরাস ট্র্যাকার সফটওয়্যার ইন্সটল হয়ে যাচ্ছে। আপনার অজান্তেই কোভিড-১৯ এক্সপোজার লগিং নামের এই অ্যাপ আপনারে ফোনের সেটিংসে সয়ংক্রিয়ভাবে চলে আসছে। 

মহামারি ছড়ানো বন্ধে সাহায্য করবে অ্যাপটি। ব্রিটেন সরকার আশা করে যে কভিড সনাক্তকারী অন্য কোনও ব্যক্তির সংস্পর্শে আসলে অন্যান্যদের সচেতন করতে সহায়তা করবে সফটওয়্যারটি। এই প্রকল্পের পরে যুক্তরাজ্য সরকারকে বিভিন্ন ধরণের যোগাযোগের ট্রেসিং অ্যাপের পরিকল্পনা বাদ দিতে হয়েছে। যদিও ব্রিটেনের সব জায়গায় এই অ্যাপ পৌঁছায়নি। অ্যাপ্লিকেশনটি আপনার কয়েক মিটারের মধ্যে আসা প্রতিটি ফোনে যোগাযোগের ট্রেসিং সিস্টেমের সাহায্যে লগ ইন করে কাজ শুরু করবে। যদি সেই ফোনের মালিক পরবর্তীকালে কভিড -১৯ শনাক্ত হয় তবে আপনি আইসোলেট হওয়ার কথা জেনে একটি বিজ্ঞপ্তি পাবেন। লিভারপুল ইকো বলছে যে অ্যাপল এবং গুগল ১০ এপ্রিল তাদের যৌথ প্রয়াসের ঘোষণা দিয়েছে এবং অ্যাপল আইওএস ১৩.৫ দিয়ে এই পরিকল্পনাটি কার্যকর করেছে । আপনার যদি আইফোন থাকে তবে আপনি সেটিংসের প্রাইভেসেতে যেয়ে তারপর হেলথে গিয়ে নতুন প্রযুক্তিটি আবিষ্কার করতে পারেন। নিজস্ব অ্যাপটি বাদ দিয়ে এখন ব্রিটেন সরকার যোগাযোগ ট্র্যাকিং সিস্টেমের জন্য প্রযুক্তিটি ব্যবহার করতে অ্যাপল এবং গুগলের সাথে কাজ করার পরিকল্পনা করছে।
Blogger দ্বারা পরিচালিত.