তৈরি হল ৭৫ সাইজের জুতো, করোনা মোকাবিলায় নয়া শরিক


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই পরিস্থিতিতে করোনার সঙ্গে লড়াইয়ে সারা বিশ্বের মূল মন্ত্র হয়ে উঠেছে সামাজিক দূরত্ববিধি তথা সোশ্যাল ডিসটেন্সিং। আর এই দূরত্ববিধি বজায় রাখার জন্য বাজারে এসেছে এক অভিনব জুতো।

টেলিভিশনে কার্টুনের পায়ে সাধারণত দেখে থাকি। অদ্ভুত দর্শন এই জুতোর আকার খুবই লম্বা। ইওরোপীয় মাপ অনুসারে এই জুতোর সাইজ ৭৫ নম্বর! অভিনব এই জুতো তৈরি হয়েছে রোমানিয়ায়। এই জুতো পরলে আপনার সঙ্গে আপনার সামনের মানুষটির সঙ্গে প্রায় দেড় মিটারের দূরত্ব তৈরি হবে। এমন দূরত্ব বজায় রাখা গেলেই কিন্তু করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

রোমানিয়ার চর্মকার গ্রেগার লুপের মস্তিষ্কপ্রসূত এই জুতো। তাঁর দাবি, বর্তমানে অনেকেই সামাজিক দূরত্ববিধি মেনে চলছে না, যা আজকের দিনে খুবই প্রয়োজনীয়। আর সেই কারণেই এই জুতো তৈরি করার কথা প্রথম ভাবেন তিনি। অদ্ভুত দর্শন হলেও এই জুতোর কিন্তু চাহিদা রয়েছে বাজারে। যতরকমভাবে এই মারণ ভাইরাসকে দূরে রাখা যায়, তার কোনওরকম প্রচেষ্টাই ছাড়ছেন না বেশিরভাগ মানুষই।
Blogger দ্বারা পরিচালিত.