চিনের করোনার টিকা আসছে সেপ্টেম্বরে


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তদের জরুরি চিকিৎসায় ব্যবহারের জন্য চিনের তৈরি টিকা আগামী সেপ্টেম্বর কিংবা বছরের শেষ নাগাদ বাজারে আসছে। শনিবার দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ঝং নানশানের বরাত দিয়ে গ্লোবাল টাইমস এ তথ্য জানিয়েছে। ঝং নানশান জানান, চিনে করোনার ছয়টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এর আগে চিন সরকার জানিয়েছিল নিজেদের উন্নয়ন করা পাঁচটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। গত ২ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে জানায়, চিনা কোম্পানি ফোসান, জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের পিফিজার ষষ্ঠ টিকাটির উন্নয়ন করছে। ঝং নানশান জানান, করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় হচ্ছে টিকা। তবে টিকার উন্নয়ন থেকে শুরু করে মানুষের ওপর ব্যাপকারে প্রয়োগের জন্য এক থেকে দুই বছর সময় প্রয়োজন।
Blogger দ্বারা পরিচালিত.