আবার রেকর্ড, একদিনে করোনাক্রান্ত প্রায় হাজার ছুঁই ছুঁই, মৃতের সংখ্যা বেড়ে ৭,৪৬৬


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে লকডাউন অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছে সোমবার। এর পর শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শেষ একদিনে সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৮৭ জন! একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই। এটাই এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড। গত সাতদিন ধরে টানা প্রতিদিন ন'হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়ছে ২৬৬ জন। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ৭,৪৬৬।

ভারতে করোনায় সুস্থতার হার ৪৮.৪৬ শতাংশ। সারা দেশে এখনও পর্যন্ত ৪৯ লক্ষ ১৬ হাজার ১১৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে সারা ভারতে। শেষ ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪১ হাজার ৬৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.