প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল বিজেপি নেতাকে
Odd বাংলা ডেস্ক: করোনা আবহের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা তুঙ্গে। করোনা বিধ্বস্ত দিল্লিতে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল দিল্লির বিজেপি নেতা রাহুল সিং-কে। বুধবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানীতে। শেষ পাওয়া খবর অনুসারে, এখনও দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সূত্রের খবর, প্রতিদিনের মতো বুধবার সকালেও মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। বাড়ির কাছেই ময়ূর পাবলিক স্কুলের সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুষ্কৃতী। বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর ৬ টি গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পূর্ব দিল্লির পশ্চিম বিনোদ নগর থেকে কাউন্সিলর নির্বাচনে লড়েছিলেন রাহুল সিং। প্রসঙ্গত, ৮ মাস আগেও তাঁর উপর হামলা হলে বেঁচে যান তিনি। কিন্তু এযাত্রার আর রক্ষা হল না। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসাকেই কাঠগড়ায় তুলেছে পুলিশ। বিরোধীদের অবশ্য দাবি বিজেপির দলীয় কোন্দলের ফলেই এমন ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।
Post a Comment