পাকিস্তানে অবস্থিত এই কালী মন্দিরকে আজ হোটেল হিসেবে ব্যবহার করছে পাকিস্তানিরা
Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের খাইবার এলাকার অন্তর্গত ডেরা ইসমাইল খান। এই ডেরা ইসমাইল খানেই অবস্থিত প্রাচীন একটি কালী মন্দির। স্থানীয় সূত্রে খবর ওই কালী মন্দিরের বয়স কমপক্ষে ৫০০ বছর। এখন ওই এলাকাতে কোনও হিন্দু জনগণের বসবাস নেই। তাই মায়ের পুজো আর হয় না।
দখল হয়েছে সেই জমিও। স্থানীয় ক্ষমতাশালী এক পাঠান পরিবার সেই কালী মন্দির দখল করেছে। সেখানে এখন আর কোনও পুজো হয় না। কিন্তু পাথরের মা কালীর মূর্তি তুলে ফেলা সম্ভব হয়নি। সেটাকে এখন তারা ব্যবহার করে হোটেল হিসেবে।
ডেরা ইসমাইল খানের এই হোটেল কালী টেম্পল হোটেল নামেই পরিচিত । গোটা শহরে আজও বাইরে থেকে মানুষ এলে এই একটা হোটেলেই তাদের আশ্রয় নিতে হয়।
Post a Comment