কৃষ্ণাঙ্গ হত্যার জেরে বিক্ষোভ হোয়াইট হাউসে, আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে আত্মগোপন করলেন ডোনাল্ড ট্রাম্প
Odd বাংলা ডেস্ক: কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে উত্তপ্ত মার্কিন মুলুক। শুক্রবার রাতে হোয়াইট হাউসের বাইরে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে জনগনের রোষের হাত থেকে বাঁচতে মাটির নীচের গোপন বাঙ্কারে আত্মগোপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত খবরের জানা গিয়েছে, শুক্রবার যখন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হচ্ছিল তখন, ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টারও কম সময় হলেও মাটির নীচে আত্মগোপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানা গিয়েছে, সেই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ছিলেন সিক্রেট সার্ভিস এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ অফিসাররা।
তবে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং পুত্র ব্যারন ট্রাম্পকেও বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার রাতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের তীব্রতা দেখে হতবাক হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব সুরক্ষা বাহিনী। এরপর রবিবার ওয়াশিংটন ডিসি-সহ আমেরিকার ৪০টি শহরে কারফিউ জারি হয়েছে। ১৫টি স্টেটে কাজে নামানো হয় ন্যাশনাল গার্ড মেম্বার। অন্যদিকে আরও ২০০০ প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনে কাজে লাগানোর জন্য।
Post a Comment