ক্যামেরা ফেলে স্টেথোস্কোপ তুলে নিলেন পরিচালক



Odd বাংলা ডেস্ক: লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে পরিচালক হাতে তুলে নিলেন স্টেথোস্কোপ। বলছি, টলিউডের গুণী নির্মাতা কমলেশ্বর মুখার্জির কথা। ‘সেবাই পরম ধর্ম’—পুরোনো পেশায় ফিরে তা আরো একবার মনে করিয়ে দিলেন এই নির্মাতা। করোনা তাণ্ডবের মাঝে পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফান। এতে সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানে ক্যাম্প করে রোগী দেখছেন কমলেশ্বর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। কমলেশ্বর পরিচালক হিসেবে খ্যাতি কুড়ালেও তিনি একজন চিকিৎসক। দীর্ঘ ১৪ বছর ধরে এ পেশা থেকে দূরে রয়েছেন তিনি। কমলেশ্বর বলেন—গত ১৪ বছরে নিয়ম করে রোগী না দেখলেও প্রেসক্রিপশন লিখে যেতে হয়েছে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীর জন্য। এমনকী শুটিং ইউনিট, নাটকের দল কারো কোনো অসুবিধে হলেও আমার কাছে আসতেন তারা। এখনো সেটা করতে হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন কমলেশ্বর মুখার্জি। এরপর নিয়মিত প্র্যাকটিসও করেছেন। কিন্তু ২০০৬ সালে বিজ্ঞাপন নির্মাতা হিসেবে রুপালি ভুবনে পা রাখেন তিনি। ২০১১ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘উড়ো চিঠি’। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘মেঘে ঢাকা তারা’, ‘চাঁদের পাহাড়’, ‘অভিশপ্ত নাইটি’, ‘খাদ’, ‘ফোর্স’, ‘ককপিট’, ‘চ্যাম্প’ প্রভৃতি।
Blogger দ্বারা পরিচালিত.