বৃষ্টিমুখর দুপুর জমে উঠুক নিরামিষ ভেজিটেবিল খিচুড়ির সঙ্গে, রইল চটজলদি রেসিপি


Odd বাংলা ডেস্ক: গুঁটি গুঁটি পায়ে এবার দোরগোড়ায় বর্ষা। আর বর্ষাকাল কিন্তু অসম্পূর্ণ। তাই বর্ষার দুপুরে পাতে পড়ুক ভেজিটেবিল খিচুড়ি। রইল রেসিপি- 

উপকরণ-
  • আতপ চাল- ১ কাপ 
  • মুগ ডাল- ১ কাপ 
  • আলু- ১টি 
  • গাজর- ১টি
  • বিন্স- আধ কাপ 
  • সজনে ডাঁটা- ১টি
  • টমেটো- ১টি
  • ধনেপাতা কুচি- ১চা চামচ
  • শুকনো লঙ্কা- ১টি 
  • নুন-স্বাদমতো 
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ 
  • আদা জিরে বাটা- ১ চা চামচ
  • কাঁচা লঙ্কা- ২টি 
  • ঘি- ১ চা চামচ 
  • পাঁচফোড়ন- আধ চা চামচ 
  • সাদা তেল- ১ টেবিল চামচ (আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন।


প্রণালী- 
  • প্রথমে সমস্ত সবজিগুলি ধুয়ে টুকরো করে কেটে নিন। 
  • এবারে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে তেল গরম করে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলি দিয়ে নাড়াচাড়া করে নিন।তার মধ্যে দিয়ে দিন নুন, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা। 
  • এবার ভাল করো নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দিন।
  • এরপর তাতে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন।
  • এবার এতে ২ গ্লাস মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে চাল ধুয়ে দিয়ে দিন।
  • তার পর কুকার বন্ধ করে ১টা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিন।
  • এইভাবে ১৫ মিনিট রেখে দেওয়ার পর কুকারের ঢাকনা খুলে ধনেপাতা আর ঘি দিয়ে পরিবেশন করুন আলুভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা সহযোগে, চাইলে অমলেট দিয়েও খেতে পারেন। 
Blogger দ্বারা পরিচালিত.