হবু বউমার মুখে খিস্তি-খেওর, বিয়ে ভেঙ্গে দিলেন শ্বশুর
Odd বাংলা ডেস্ক: সম্বন্ধ করেই বিয়ে ঠিক হয়েছিল। সব কিছুই ঠিকঠাক ছিল। দিনক্ষণও হয়ে গিয়েছিল পাকা। কিন্তু, বাধ সাধল পাত্রীর মুখের কাঁচা খিস্তি। তাও আবার শ্বশুরের সমানে। হবু বউমার মুখে গালাগালি শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন শ্বশুর। এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। জানা গিয়েছে, ইংরেজবাজারের প্রায় বছর ২৫-এর তরুণী রমা রায় ও ২৮ বছর বয়সি অনিন্দ্য মাইতির বিয়ে ঠিক হয়েছিল। পাত্রের বাবা তরুণ মাইতি নিজেই দেখে শুনে পছন্দ করেছিলেন পাত্রীকে। কিন্তু রেজিস্ট্রি বিয়ের দিন যা ঘটনা ঘটলো, তাতে ভিমড়ি খেলেন শ্বশুর। হবু বউ এমন কাঁচা খিস্তি দিতে পারে, জানতে পারে বিয়েটাই ভেঙ্গে দিলেন তিনি।
রেজিস্ট্রির দিনই সকালে ফোনে অনিন্দ্যর সঙ্গে কথা বলছিলেন রমা। অনিন্দ্যর ফোন লাউড স্পিকারে থাকায় তাদের কথোপকথন শুনতে পান পাত্রের বাবা। হবু বউ নাকি অশ্রাব্য গালাগাল দিচ্ছিলেন, তাও আবার হবু শ্বশুরের নামে। তবে, শুধু রমা নন, অনিন্দ্য নিজেও নাকি বাবার নামে গালাগাল করেন। এই ঘটনার পরে তরুণবাবু ছেলেকে শাসান। এবং ঠিক করেন, আর যাই হোক, ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে কিছুতেই দেবেন না তিনি। আর হলও তাই। রমার অবশ্য দাবি, এমন কিছুই বলেননি তিনি। বয়স হয়েছে তাই কী শুনতে কী শুনেছেন, তা তরুণবাবুই জানেন…
Post a Comment