আজ থেকে শুরু হল ফেরি চলাচল, আপাতত ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু পরিষেবা


Odd বাংলা ডেস্ক: আজ থেকেই কলকাতায় চালু হয়ে গেল ফেরি পরিষেবা। করোনা আবহে আপাতত ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরি চলাচল। হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগণার একাংশে শুরু হবে যাত্রীবাহী ফেরি চলাচল। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি এবং রাজ্য পরিবহন নিগমের তরফে এই পরিষেবা দেওয়া হচ্ছে। রাজ্য পরিবহন নিগমের তরফে তৈরি করে দেওয়া হয়েছে কিছু বিশেষ বিধিনিষেধ। এরপর আগামী দিনে ফেরি চলাচল বহাল থাকলে এইসব বিধিনিষেধ মেনে চলতে হবে।

কলকাতা-হাওড়া এবং হাওড়া-দক্ষিণ ২৪ পরগণার মধ্যে আজ থেকে চালু হল ফেরি পরিষেবা। লঞ্চ বা যাত্রীবাহী ভেসেল পরিষেবা পাওয়া যাবে। আপাতত এক ঘণ্টা অন্তর করে পাওয়া যাবে এই লঞ্চ পরিষেবা। 

আপাতত যে কয়েকটি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে সেগুলি হল- হাওড়া থেকে শিপিং, হাওড়া থেকে ফেয়ারলি, ফেয়ারলি থেকে কুঠিঘাঠ ভায়া রতনবাবু, কাশীপুর, বাগবাজার। কুঠিঘাট থেকে বেলুড়, নুরপুর থেকে গাদিয়ারা, নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ, রামকৃষ্ণপুর থেকে চাঁদপাল, চাঁদপাল থেকে হাওড়া ভায়া ফেয়ারলি, হাওড়া থেকে বাগবাজার ভায়া আহিরীটোলা থেকে শোভাবাজার।
Blogger দ্বারা পরিচালিত.