চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক বাসু চট্টোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: করোনা আবহের মধ্যে ফের নক্ষত্রপতন চলচ্চিত্র জগতে। প্রয়াত বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সূত্রের খবর বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। 

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করেছেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আশোক পণ্ডিত। তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জি জি আমাদের ছেড়ে চলে গেছেন। দুপুর ২টোয় শান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। আমরা আপনাকে মনে রাখব স্যার।'


বাতো বাতো মেঁ, পেয়ার কা ঘর, ছোটি সি বাত, এক রুকা হুয়া ফাইসলা, রজনীগন্ধা-র মতো একাধিক সিনেমা পরিচালনা করেছেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলাতেও একাধিক চলচ্চিত্র পরিচালনার কাজ করেছেন তিনি। এছাড়াও দুরদর্শনে তাঁর টেলিভিশন সিরিজ ব্যোমকেশ বক্সির জন্য তিনি বাঙালির কাছের একজন হয়ে উঠেছিলেন। 
Blogger দ্বারা পরিচালিত.