করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি
Odd বাংলা ডেস্ক: করোনা থাবায় জর্জরিত গোটা বিশ্ব। ভারতের পড়শি দেশ পাকিস্তানও করোনার কামড়ে বিধ্বস্থ। আর এবার সেই মারণ ভাইরাসের কবলে পড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি।
শনিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন তিনি। তিনি জানিয়েছেন, 'বৃহস্পতিবার থেকেই অসুস্থ বোধ করছি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। আমার পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যবশত আমার করোনা পজিটিভ রিপোর্চ আসে। সবাই প্রার্থনা করুন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি। ইনসাল্লাহ।' সেইসঙ্গে হ্যাশট্যাগ দেন #hopenotout
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
ইতিমধ্যে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। সেখানে করোনা আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ৪০৫। এখনও পর্যন্ত সেখানে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৫১ জনের।
Post a Comment