ভারতের মাটি থেকে উদ্ধার হল ৮০ লক্ষ বছরের পুরনো বিশেষ প্রজাতির হাতির জীবাশ্ম


Odd বাংলা ডেস্ক: ভারতের মাটি অনেক না-জানা ইতিহাসের কথা বলে। এর আগেও এই লকডাউনের মধ্যে একাধিক প্রত্নতাত্বিক নিদর্শনের সন্ধান পওয়া গিয়েছে। আর এবার উত্তরপ্রদেশের জঙ্গল এলাকা থেকে উদ্ধার হল একটি হাতির জীবাশ্ম। জানা যায় এই জীবাশ্মের বয়স প্রায় ৫ থেকে ৮ মিলিয়ন বছরের পুরনো


শাহারানপুরের বাদশাহী বাগ এলাকার শিবালিক সেডিমেন্টস থেকে উদ্ধার করা হয় ওই হাতির জীবাশ্মটি। শাহারানপুরের প্রধান বন সংরক্ষক ভি কে জৈন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা একটি স্টেগোডনের একটি জীবাশ্ম পেয়েছি, যা এক বিশেষ প্রজাতি হাতি, যা প্রাচীনকালে দেখা যেত। জীবাশ্মটির আনুমানিক বয়স ৫ থেকে ৮ লক্ষ বছর। 


এ প্রসঙ্গে শাহারানপুর ফরেস্টের চিফ কনজারভেটার ভিকে জৈন বলেন, 'সাহারানপুরের বাদশাহী বাগ এলাকার শিবালিক সেডিমেন্টস থেকে হাতির ওই ফসিলসটি উদ্ধার হয়েছে। ওই ফসিলসটি দেখে মনে হচ্ছে আজ থেকে ৫ থেকে ৮ মিলিয়ন বছর আগে হাতির এই বিশেষ প্রজাতি পৃথিবীতে বসবাস করত। বর্তমানে ওই জীবাশ্মটি সংরক্ষণ করে রাখা হয়েছে।' যদিও এই বিষয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.