ভারতে আর কোনও সাংসদ ইচ্ছেমতো রেল বুকিং করতে পারবেন না
Odd বাংলা ডেস্ক: একসঙ্গে অনেকগুলি ট্রেনের টিকিট কেটে রাখছেন রাজ্যসভার সাংসদরা৷ অথচ শেষ পর্যন্ত তাঁরা যাত্রা করছেন না৷ আবার টিকিট বাতিল না করায় সেই আসন অন্য যাত্রীদেরও বিক্রি করতে পারছে না রেল৷ ফলে রেলকে সেই ফাঁকা আসনগুলির খরচ দিতে হচ্ছে সরকারকে৷ এই ধরনের অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল৷ রাজ্যসভার সচিবালয়ও এই অভিযোগের সত্যতা পেয়েছিল৷
অপচয় রুখতে এবার তাই কড়া পদক্ষেপ করল রাজ্যসভার সচিবালয়৷ এবার থেকে যদি রাজ্যসভার কোনও সাংসদ রেলের টিকিট বুক করেও যাত্রা না করেন, তাহলে সাংসদকেই টিকিট বাতিল করে দিতে হবে৷ তা না হলে সেই টিকিটের দাম সংশ্লিষ্ট সাংসদেকই দিতে হবে৷ এই আইনের আওতায় লোকসভার সাংসদরাও আসতে পারে বলে সূত্রের খবর।
Post a Comment