নিত্যযাত্রীদের জন্য সুখবর, বৃহস্পতিবার থেকে পুরনো ভাড়াতেই পথে নামছে বেসরকারি বাস-মিনিবাস
Odd বাংলা ডেস্ক: বুধবার বেসরকারি বাস মালিকদের একাধিক সংগঠনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থকে সম্পূর্ণ পুরনো উদ্যোমে চালু হবে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা। আপাতত আগের ভাড়া অনুসারেই পরিষেবা দেবে বেসরকারি বাস ও মিনিবাস।
এদিন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের তরফে জানানো হয় যে, সরকার এবং তাদের সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, বাস পরিষেবা চালু করা হবে। শুধু কলকাতাই নয়, জেলাগুলিতেও শুরু হবে বাস পরিষেবা। তবে এই দীর্ঘদিন ধরে বাস না চলার ফলে কলকবজা ঠিক আছে কি না তার পরীক্ষা করাটা প্রয়োজন, আর সেই কারণেই কিছু মেরামরি প্রয়োজন আছে। সেসব শেষ হলেই কাল থেকে বাস পরিষেবা নামবে মহানগরে।
তবে বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে এও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এইভাবে সিট সংখ্যা অনুসারে যাত্রী নিয়ে বাস চললে তাদের পক্ষে বেশিদিন এইভাবে বাস চালানো সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করে ভাড়া নিতে পারেন। তবে সেই তালিকা রাজ্য সরকারের তরফে গ্রাহ্য হবে কি না তা এখনও জানা যায়নি।
Post a Comment