হাজি কামাল: ভারতের প্রচুর মেয়েদের আরবে বিক্রি করে দিয়েছে এই মানবপাচারকারী, অবশেষে গ্রেফতার



Odd বাংলা ডেস্ক: লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারীচক্রের অন্যতম হোতা কামাল উদ্দিন ওরফে হাজি কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশের র‌্যাব।  সোমবার ভোরে র‌্যাব-৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৩১টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। ওই পাসপোর্টগুলোর মালিকদের তিনি লিবিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন। গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে নৃশংস হত্যাকাণ্ডে ২৬ বাংলাদেশি নিহত ছাড়াও ১১ বাংলাদেশি মারাত্মক আহত হন। এ ঘটনায় মাদারীপুরের রাজৈর থানায় দুটি, মাদারীপুর সদর থানায় একটি ও কিশোরগঞ্জের ভৈরব থানায় একটিসহ মোট চারটি মামলা করেছেন নিহতদের অভিভাবকরা। ভৈরবে দায়ের মামলার প্রধান আসামি তানজিরুলের ভাই বাচ্চুকে আটক করেছে পুলিশ। মাদারীপুর সদর থানার মামলার আসামি দিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, রাজৈর থানায় দুটি মামলায়ই দালাল জুলহাসকে আসামি করা হয়েছে। জুলহাস করোনা পজিটিভ হওয়ায় পুলিশি হেফাজতে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। র‌্যাব জানিয়েছে, পাচারকারীচক্রের সদস্যদের তালিকা তারা পেয়েছে। এ ছাড়া কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তা লিখে রাখতেন কামাল উদ্দিন। সে তালিকাও পেয়েছে র‌্যাব।

এই কামালউদ্দিন নিজেই স্বীকার করেছেন তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও অসম থেকে মেয়েদের ও পুরুষদের পাচার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রচুর নারীপাচার করে এই কামাল উঠেছিলেন কোটিপতি। কিন্তু অবশেষে তিনি ধরা পড়ে গেলেন।  
Blogger দ্বারা পরিচালিত.