লকডাউনে মেলেনি খাবার, অনাহারে মৃত ৮০টি গরু, মুখে কুলুপ সরকারের!

ছবি- কাল্পনিক
Odd বাংলা ডেস্ক: গরু নিয়ে আমাদের দেশে কম রাজনীতি হয় না। কিছু রাজনৈতিক দলের কাছে গরু হল গোমাতা। হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার আবার গো সংরক্ষণের আইন করেছে। কিন্তু সেই হরিয়ানায় গরুদের নির্মম পরিণতির চিত্রটি স্পষ্ট। 

লকডাউনে হরিয়ানার সামালেখা চুলাকানা অঞ্চলের একটি গরুশালায় প্রায় ৮০টি গরুর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। আর সেই সব গরুর মৃতদেহ থেকে মাংস খুলবে খাচ্ছে কুকুর। কেরলের গর্ভবতী হাতির মৃত্যুকে ঘিরে যখন উত্তাল হয়েছিল সারা দেশ, তার রেশ কাটতে না কাটতেই এমন মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, লকডাউনের জন্য গোশালায় খাবার অপ্রতুল ছিল আর সেই কারণে কার্যত অনাহারে মারা গিয়েছে ৮০টি গরু! 

গোশালার মালিকদের কথায়, তাঁদের গরুর সংখ্যা অনেক। লকডাউনের ফলে তাঁরা সব গরুর যত্ন নিতে পারেননি। তাই তাঁরা বাধ্য হয়ে সরকারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ সরকার এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। শুধু তাই নয়, এইসব গরুর মৃতদেহ কবর দেওয়ারও জায়গা পাচ্চেন না তাঁরা, তাই গোশালাতেই পচছে ওদের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় কি পশুপ্রেমী কি প্রশাসন- সকলের মুখেই কুলুপ। 
Blogger দ্বারা পরিচালিত.