বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ড্রাই ফ্রুট লস্যি, দেখে নিন রেসিপি


Odd বাংলা ডেস্ক: এই গরমে শরীর ও মন ঠান্ডা করতে চাই কিছু ঠান্ডা সরবত। তাই আপনাদের জন্য রইল ড্রাই ফ্রুট লস্যি।

উপকরণ :

  • টকদই- ৩ কাপ
  • রোজ সিরাপ-৪ টেবিল চামচ
  • দুধ-১ কাপ
  • খেজুর কুচি- ৩টি
  • আমন্ড কুচি- ২ টেবিল চামচ
  • কাজুবাদাম কুচি- ২ টেবিল চামচ
  • পেস্তাবাদাম কুচি-২ টেবিল চামচ
  • আখরোট কুচি-২ টেবিল চামচ
  • চিনাবাদাম কুচি- ২ টেবিল চামচ
  • কিশমিশ- ২ টেবিল চামচ,
  • জাফরান-সামান্য
  • কনডেন্সড মিল্ক- ৩ টেবিল চামচ
  • চিনি- স্বাদমতো
  • লবণ- সামান্য

প্রণালি :

  • প্রথমে একটি প্যানে আমন্ড, কাজুবাদাম, চিনাবাদাম, পেস্তাবাদাম ও আখরোট শুকনো খোলায় নাড়াচাড়া করে ঠান্ডা করে নিন। 
  • এবার সেগুলিকে একটি ব্লেন্ডারে নিয়ে তার সঙ্গে খেজুর, কিশমিশ ও অল্প দুধ মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন। 
  • এরপর একটি বাটিতে ঢেলে এর মধ্যে টকদই, রোজ সিরাপ ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 
  • সেইসঙ্গে দিন চিনি, নুন এবং জাফরান। 
  • সবশেষে কনডেন্সড মিল্ক দিয়ে আবারও ভাল করে ব্লেন্ড করুন। এই মিশ্রণে কখনওই জল মেশাবেন না। 
  • ব্লেন্ড করে নেওয়ার পর আধ ঘণ্টা তেকে ১ ঘণ্টা মতো ফ্রিজে রেখে দিন। 
  • এবার গ্লাসে ঢেলে এর ওপর কিছু ড্রাই ফ্রুটের কুচি এবং সামান্য দই দিয়ে পরিবেশন করুন ড্রাই ফ্রুট লস্যি। 
Blogger দ্বারা পরিচালিত.