পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কী, বলয়গ্রাস বা আংশিক গ্রহণই বা কাকে বলে, জেনে নিন বিস্তারিত
Odd বাংলা ডেস্ক: আগামীকাল অর্থাৎ ২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা বেজে ৪৬ মিনিট থেকে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বেলা ১২টা ৩৫ মিনিটে৷ গ্রহণ চলবে দুপুর ২টো বেজে ১৭ মিনিট পর্যন্ত৷ কলকাতার আকাশে সূর্যকে ৭২ শতাংশ ঢেকে ফেলবে চাঁদ৷
আর ভারতে আংশিক গ্রহণ দেখা যাবে সকাল ৯টা বেজে ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে৷ এরপর প্রথম পূর্ণগ্রাস গ্রহণ হবে সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে দুপুর ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ডে৷ সূর্যগ্রহণ চলবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত৷ আংশিক গ্রহণ শেষ হবে দুপুর ৩টে ৪ মিনিটে৷
এই সূর্যগ্রহণ তিন প্রকারের আংশিক সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
আংশিক সূর্যগ্রহণ- যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও, একটা অংশের আলোয় শুধুমাত্র বাধা পায়, তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আধ খাওয়া ফলের মতো দেখতে লাগে।
বলয়গ্রাস সূর্যগ্রহণ- যখন সূর্যের বহিঃসীমা ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়, তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ পৃথিবী থেকে কেবল সূর্যের বহিঃসীমা নজরে আসে। দেখে মনে হয়, ঠিক যেন একটা আংটি। একে রিং অব ফায়ারও বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণ সবথেকে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ- আর যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পায়। ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না। তখন দিনের বেলায় নেমে আসে অন্ধকার।
Post a Comment