দৈনিক রাশিফল, ৫ জুন: কেমন যাবে আজকের দিন, এক ঝলকে জেনে নিন
Odd বাংলা ডেস্ক: আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। ২৭ তারিখে জন্ম হবার কারণে আপনার উপর বুধের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৯, ১৮, ২৭। শুভ বর্ণ: লাল ও সবুজ। শুভ বার ও গ্রহ: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: প্রবাল ও পান্না।
আজকের দিনের শুভ বর্ণ:
আজ আপনার জন্য লাল ও সবুজ বর্ণ ভালো ফল বয়ে আনবে।
আজকের দিনের শুভ সময়:
জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় হলো: সকাল: ৮:২২-১০:৫০, দুপুর: ১:১৬- ৫:২৫ এবং রাত: ৯:২০-১১:৪০ এর মধ্যে।
চন্দ্রের অবস্থান:
আজ চন্দ্র মিথুন, বিকাল: ৫:৪০ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি, রাত: ১১:৩৪ থেকে ১৩শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল):
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের কিছু ঝামেলা পোহাতে হবে। অনলাইনের বিক্রেতাদের কিছু পণ্য ফেরত আশার যোগ। ছোট ভাই বোনের চাকরি বাকরি নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। বিকালের পর পারিবারিক কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমনের যোগ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। বকেয়া অর্থ আদায়ে আজও বেগ পেতে হবে। খুচরা ও পাইকারী ব্যবসায় কোনো প্রকার ঝামেলা চোখে পড়তে পারে। বিকালের পর কোনো ভালো সংবাদ পেতে পারেন। লেখক ও সাহিত্যিকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ছোট বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন):
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজও শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলায় পড়তে পারেন। বৈদেশীক কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। বিকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের ভালো আয়ের সুযোগ আসবে। অনলাইন বিক্রেতাদের আয় বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই):
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। আইনগত জটিলতার অবশান আশা করতে পারেন। প্রবাসীদের কাজে কিছু ঝুঁকি দেখা যায়। ট্রন্সপোর্ট ব্যয় বৃদ্ধি পেতে পারে। দিনের শেষ ভাগে আপনার ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি আশা করতে পারেন। কোনো সাংগঠনিক কাজে সম্মান বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট):
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজও বকেয়া বিল আদায়ে কষ্ট পেতে হবে। বিদেশ থেকে কিছু অর্থ লাভে বাধা বিপত্তি দেখা দেবে। চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। বিকালের পর ব্যয় বৃদ্ধি পাবে। অফিশিয়াল কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের কর্মস্থলে কোনো সু সংবাদ আসতে পারে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর):
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। কর্মস্থলে সহকর্মী ও পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা। রাজনৈতিক কর্মকান্ডে আপনাকে সতর্ক হতে হবে। অপমানিত হতে পারেন। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম লাভের সুযোগ আসবে। দিনের শেষ ভাগে বকেয়া টাকা আদায় হতে পারে। বন্ধুর সাহায্য পেতে পারেন। বাড়িতে বড় বোনের আগমনের যোগ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর):
তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র। বিদেশ যাত্রা বা দূরের যাত্রায় বাধা বিপত্তি দেখা দেবে। হজ্ব ফেরত হাজীদের ফেরত পথে বিরম্বনার সম্মূখীন হতে হবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রশসনিক জটিলতায় পড়তে পারেন। বিকালের পর কোনো চাকরির সংবাদ পেতে পারেন। পিতার সাহায্য লাভের যোগ প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি আজও খুব একটা ভালো যাবে না। রাস্তাঘাটে দুর্ঘটনার সম্মূখীন হতে পারেন। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। বকেয়া কোনো বিল আদায়ের চেষ্টায় ঝামেলা দেখা দেবে। বিকালের পর ভাগ্য সহায় হতে পারে। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। শিক্ষক ও গবেষকদের কর্মস্থলে সাফল্য আশা করা যায়।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। দিনের শুরুতে ব্যবসায়ীক কাজে কিছু প্রতিবন্ধকতাকে দূর করতে পারবেন। কোনো অংশিদারকে কর্মাব্যহতি দিতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়ন চলবে। দিনের শেষ দিকে পুলিশি হয়রাণির আশঙ্কা। বাড়িতে পুরোনো পাওনাদারের আগমন হতে পারে। ঋণ যোগ প্রবল।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
মকর রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে ঝামেলা পূর্ণ। আজ কোনো বদলী বা স্থান পরিবর্তনের সংবাদ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য আশা না করাই ভালো। কর্মচারীর দ্বারা ক্ষতি থেকে সাবধান হোন। বিকালের পর ব্যবসায়ীক অবস্থার উন্নতি হবে। আশানুরুপ আয় রোজগার করতে পারবেন। জীবন সাথীকে নিয়ে ঘুড়তে যাওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি):
কুম্ভের জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। সন্তানের পড়াশোনা ও শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সৃজনশীল পেশাজীবীদের কোনো কাজে কিছু অর্থ দন্ডর সম্মূখীন হতে হবে। বিকালের দিকে কোনো অনৈতিক সম্পর্কের সূচনা হতে পারে। নিজের রিপুর উপর নিয়ন্ত্রণের প্রয়োজন। কর্মচারী বা কাজের লোকের দ্বারা উপকৃত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
মীনের জাতক জাতিকার দিনটি পারিবারিক দিক থেকে ভালো যাবে না। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। কোনো আত্মীয়কে সাহায্য করতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য আশা না করাই ভালো। বিকালের দিকে শিল্পী ও সাহিত্যিকদের নুতন কাজের সুযোগ আসবে। রোমান্টিক যোগাযোগে সাফল্য পেতে পারেন।
Post a Comment