বিল দিতে না পারায় বৃদ্ধকে বেঁধে রাখলো হাসপাতাল
Odd বাংলা ডেস্ক: বিল দিতে না পারায় এক বৃদ্ধ রোগীকে দড়ি দিয়ে বিছানার সঙ্গে বেঁধে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের একটি হাসপাতালে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শিররাজ সিং চৌহান এ ঘটনা জানার পর সাজাপুরের ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসনকে ঘটনাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
ওই রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসার বিল ১১ হাজার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রোগীকে হাত ও পায়ে দড়ি দিয়ে হাসপাতালের বিছানার সঙ্গে বেঁধে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই বৃদ্ধার মেয়ে বলেন, ‘আমরা হাসপাতালে ভর্তির সময় পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলাম। কিন্তু চিকিৎসার জন্য আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হয় তাই আমাদের কাছে বিল দেওয়ার টাকা ছিল না। বিল পরিশোধ করার সামর্থ্য আমাদের নেই।’
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করেছে, ওই ব্যক্তি মৃগী রোগী ছিল। হাত-পা ছুঁড়ে যাতে নিজেকে আঘাত করতে না পারেন, সেজন্য তাকে বেঁধে রাখা হয়েছিল। এছাড়া মানবিক দিক বিবেচনা করে ওই রোগীর চিকিৎসার বিল মওকুফ করেছে।
Post a Comment