মৃত্যু কতদিন পরে, বোঝার উপায় সহজ, অদ্ভুত দাবি
Odd বাংলা ডেস্ক: মৃত্যুকে ফাঁকি কেউই দিতে পারেনি। মৃত্যু কখন, কীভাবে কার দরজায় কড়া নাড়বে, তা কেউই বলতে পারে না। কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে কে কতদিন বাঁচতে পারেন, তা বলে দেওয়া সম্ভব। ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যায়লয়ের গবেষকরা সম্প্রতি একটি গবেষণার মাধ্যমে এমনই দাবি করেছেন।
গবেষণার মাধ্যমে জানা গিয়েছে, জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করেই বলে দেওয়া যায় কোনও ব্যক্তি কতদিন বাঁচতে পারে। বিশেষজ্ঞদের দাবি, কোনও ব্যক্তির আয়ু কত হতে পারে তা অনেকটাই নির্ভর করে বংশের জিনের উপরে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এই পুরো গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল ‘ই-লাইফ’-এ প্রকাশিত হয়। এমনকী, সেই ব্যক্তি কত তাড়াতাড়ি বার্ধ্যকের সঙ্গে পরিচিত হবেন, তা-ও নির্ভর করে জিনের উপরেই।
জিনের মোট ১২টি দিক মানুষের আয়ুকে প্রভাবিত করে বলে দাবি বিজ্ঞানীদের। মোট ১০০ জনের উপরে পরীক্ষাটি করে জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। পরিবারের গড় আয়ু বা কী কী রোগ রয়েছে তা অনেকটাই প্রভাবিত করে একজনের আয়ুকে।
Post a Comment