বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে আপনার সাধের কাঠের আসবাব বাঁচাতে মেনে চলুন এইসব টিপস


Odd বাংলা ডেস্ক: একটা সময় ছিল যখন বাড়িতে সেগুন, শাল-এর মতো কাঠ দিয়ে তৈরি আসবাব ধরা পড়ত বসার ঘরে। কিন্তু আজকের দিনে বাড়িতে কাঠের আসবাব সেই অর্থে আর চোখে পড়ে না। এর অন্যতম কারণ হল কাঠের আসবাব রাখলেই হল না তার নিয়মিত যত্নেরও প্রয়োজন। তাই যাদের বাড়িতে কাঠের আসবাব আছে বা যারা কাঠের আসবাবপত্র দিয়ে ঘর সাজাতে ভালবাসেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। কারণ এই বর্ষাকালে কাঠের আসবাবপত্রের চাই বিশেষ যত্ন। জেনে নিন বর্ষায় কীভাবে যত্ন নেবেন বাড়ির কাঠের আসবাবগুলির।

১) কাঠের যেকোনও আসবাবপত্র দেওয়ালের কাছে রাখবেন না। দেওয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখবেন। বর্ষাকালে দেওয়ালে অনেকসময়ে ড্যাম্প থাকে। আর কাঠ যেহেতু জল শুষে নিতে পারে, তাই তাতে কাঠের ক্ষতি হতে পারে। 

আরও পড়ুন- আচমকা হেঁচকি উঠলে থামাবেন কীভাবে, রইল সহজ কিছু উপায়

২) কাঠের আলমারি বা সোফার কোণে-কোণে ন্যাপথলিন বল বা কর্পুর দিয়ে রাখুন। এতে করে একদিকে যেমন ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবে তেমনই ন্যাপথলিন বাতাসের জলীয় বাষ্প শুষে নিতে পারে, ফলে আপনার কাঠের আসবাব সুরক্ষিত থাকবে।

৩) কাঠের আসবাব কখনওই ভেজা কাপড় দিয়ে মুছবেন না। একটি নরম, পরিষ্কার এবং শুকনো কাপড় বা ডাস্টার দিয়ে আসবাব মুছুন। প্রতিদিন সম্ভব না হলেই একদিন অন্তর একদিন আসবাব মোছামুছি করুন। এতে করে ময়লা জমতে পারবে না। বর্ষাকালে কিন্তু আসবাবে ময়লা জমলে তা জলীয় বাষ্পের কারণে চিটচিটে হয়ে গিয়ে কাঠের ক্ষতি করতে পারে। 

৪) বর্ষার দিনে যখন বৃষ্টি হবে না, তখন জানলা-দরজা খোলে রাখুন, যাতে ঘরের মধ্যে আল-বাতাস চলাচল করতে পারে। এতে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর হবে এবং আসবাবপত্রেরও ক্ষতি হবে না।

৫) বর্ষাকালে কাঠের আসবাবে পোকা বা ঘুন ধরার প্রবণতা বাড়ে। নিমপাতা, নিমের তেল, কর্পূর ও রাবিং অ্যালকোহল বা স্পিরিট একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিন এবং যেখানে ঘুন ধরেছে সেখানে স্প্রে করে দিন। এই মিশ্রণ আপনার সাধের আসবাবকে পোকার আক্রমণ থেকে বাঁচাবে। 

৬) যদি কাঠে ফাঙ্গাস জমে, তা হলে বেশ কড়া করে চায়ের লিকার তৈরি করে নিন, এবার তার মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ফাঙ্গাস লাগা অংশ পরিষ্কার করুন।
Blogger দ্বারা পরিচালিত.