শিলিগুড়ি বাজারে ভয়াবহ আগুন, ৭টি দোকান পুড়ে ছাই
Odd বাংলা ডেস্ক: শিলিগুড়ির ডিআই ফান্ড বাজারে ভয়াবহ আগুন লাগে মঙ্গলবার। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন পৌঁছেছে। এখনও আগুন নেভানোর কাজ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৭টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভোর রাতে আগুনটা লাগে। কিন্তু কীভাবে আগুন লাগে সেটা এখনও জানা যায়নি ।
#UPDATE: Two more shops, a total of seven shops so far, completely gutted in fire that has broken out at DI Market in Siliguri. Fire fighting operations are underway. More details awaited. #WestBengal https://t.co/Ei9NUTZpwl pic.twitter.com/nugHLEFGQl— ANI (@ANI) June 2, 2020
Post a Comment