মানুষ চাঁদে গিয়ে যে জিনিসগুলি রেখে এসেছে দেখুন
Odd বাংলা ডেস্ক: মানুষের চাঁদে যাওয়া এখন নতুন কিছু ব্যাপার নয় । ১৯৬৯ সালে প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী নিল আর্মস্ট্রং । তারপর থেকে অনেকে চাঁদে গিয়েছেন । এসব অভিযানে গিয়ে মানুষ চাঁদের বুকে নিজেদের আগমনের প্রমাণস্বরুপ নানা জিনিসপত্র ফেলে এসেছেন । কেউ কেউ আবার পায়ের ছাপ দিয়ে এসেছেন চাঁদে ।
পায়ের ছাপ
চীনের ‘চেঞ্জ-৪’ সম্প্রতি চাঁদে ভ্রমণ করেছে বলে দাবি করেছে । এজন্য ‘চেঞ্জ-৪’-এ থাকা চীনের বিজ্ঞানীরা চাঁদের মাটিতে পায়ের ছাপ রেখে এসেছে । তারা চাঁদের মাটিতে পায়ের ছাপের ছবিও প্রকাশ করেছে ।
যুক্তরাষ্ট্রের পতাকা
১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন তখন তিনি চাঁদের মাটিতে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছিলেন তখন সেখানে তিনি ওই পতাকা উড়িয়ে রেখে আসেন ।
মুন বগি
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাপোলো-১১’ যখন চাঁদে যায় তখন চাঁদে একটি ‘মুন বগি’ (গাড়ি) রেখে আসে । মুন বগির সঙ্গে বিভিন্ন গবেষণাযন্ত্র সংযুক্ত করে দেওয়া হয় ।
গল্ফ বল
পরবর্তীতে ‘অ্যাপোলো-১৪’ যখন চন্দ্র অভিযান করে তখন এই অভিযানে ছিলেন অ্যালেন শেফার্ড ও ইগার মিখাইল । তারা একটি গল্ফ বল নিয়ে গিয়েছিলেন । সেই বলটি তারা চাঁদের মাটিতে ছুঁড়ে ফেলেন এবং রেখে আসেন ।
১৪ জন বিজ্ঞানীর নাম লেখা একটি প্লাকার্ড
১৯৭১ সালে চাঁদে গিয়েছিল যুক্তরাষ্ট্রে চন্দ্রযান ‘অ্যাপোলো-১৫’ । তখন ওই চন্দ্রযানে যারা ছিলেন তারা ফিরে আসার সময় যুক্তরাষ্ট্রের ও রাশিয়ার ১৪ জন বিজ্ঞানীর নাম লেখা একটি প্লাকার্ড রেখে আসেন । ওই ১৪ জন বিভিন্ন সময় চন্দ্রাভিযানে মারা গেছেন ।
১৯৭২ সালে চাঁদে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কার্লেস মস ডিউক । তিনি ‘অ্যাপোলো-১৬’তে ভ্রমন করেছিলেন । তিনি ফিরে আসার সময় পরিবারের একটি ছবি চাঁদের মাটিতে রেখে এসেছিলেন ।
শক্তিশালী ক্যামেরা
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদের মাটিতে একটি শক্তিশালী ক্যামেরাও রেখে এসেছিলেন । যেটি ছিল ১২ হ্যাসেলবেল্ট ক্যামেরা । ২০১৪ সালে ওই ক্যামেরাটি পৃথিবীতে ফিরিয়ে আনা হয় এবং নিলামে সেটি ৮ লাখ ৫৩ হাজার ডলারে (প্রায় ৭ কোটি টাকা) বিক্রি হয় ।
Post a Comment