মানসিক অবসাদে ভুগছেন? পাশে আছে কলকাতা পুলিশ, ফোন করে জানাতে পারেন আপনার সমস্যা


Odd বাংলা ডেস্ক: পেট ব্যথা, মাথা ব্যথার মতো সমস্যাকে যতটা গুরুত্ব দিয়ে দেখা হয়, সত্যি বলতে আমাদের সমাজে মনের যন্ত্রণাকে ততটা গুরুত্ব দিয়ে দেখা হয় না। কিন্তু মনের অসুখ মারণ ক্যান্সারের চেয়েও সাঙ্ঘাতিক। কিন্তু মনের সমস্যায় এবার আপনার পাশে থাকবে কলকাতা পুলিশ। এদিন পুলিশ কমিশনার টুইট করে জানান, 'কথা বলুন, ব্যক্ত করুন, আবেগকে বেরিয়ে আসতে দিন। সুড়ঙ্গের শেষে আলোর অস্তিত্ব বর্তমান। যেন কোনও ধরণের সমস্যায় ডায়াল করুন ১০০। আমরা সর্বদা আপনার সঙ্গে আছি।'

প্রসঙ্গত, এর আগেও শহরে একাধিক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন লালবাজারের পুলিশকর্তারা। কেন আত্মহননের প্রবণতা বাড়ছে, কীভাবে তা প্রতিরোধ করা যায়, ইত্যাদি নিয়ে লালবাজারে গোয়েন্দা বিভাগ এর আগে একাধিক সমীক্ষা চালিয়েছে। আর এবার পাশে থাকার আশ্বাস দিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কোন রকম হতাশায় ভুগলেই যেন ১০০ ডায়াল করা হয় এবং প্রতিবেশী কাউকে যদি দেখেন যে, সে হতাশায় ভুগছে তাহলেও যেন পুলিশকে খবর দেওয়া হয়। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ।
Blogger দ্বারা পরিচালিত.