জানেন ১৯৬৯ সালে পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যাসেট বা রেকর্ড হল 'হরে কৃষ্ণ'



Odd বাংলা ডেস্ক: তখন ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের প্রখর ত্যাজে ভেসে যাচ্ছে গোটা বিশ্ব। এক এক করে সমস্ত আমেরিকান তারকারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে মনে প্রাণে হিন্দু হয়ে উঠছে। ঠিক তখনই ১৯৬৯ সালে সেই ভক্তি আন্দোলনে আরেকজন যোগ দিল। তার নাম জর্জ হ্যারিসন। 



হ্যাঁ! সেই জর্জ হ্যারিসন যার গান শোনার জন্য হাজার হাজার মানুষ কনসার্টে দাঁড়িয়ে থাকতো ঘণ্টার পর ঘণ্টা। জর্জ হরে কৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েই একটা কাজ করলেন। তিনি একটি অ্যালবাম বের করলেন। যার নাম দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনারা জানেন না। সেই বছরের পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম ছিল এটা। একদিনেই প্রায় ৫ লাখ কপি বিক্রি হয়েছিল সেই রেকর্ড।  

হরে কৃষ্ণ গানের ক্যাসেটের অ্যালবাম, Image Source: ISKON

Blogger দ্বারা পরিচালিত.