লকডাউন উঠে তো গেল, অথচ রেকর্ড আক্রান্ত হয়ে বিশ্বের সপ্তম করোনা আক্রান্ত দেশ এখন ভারত
Odd বাংলা ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। জনস হপকিন্সের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯০ হাজার ৬০৬ জন। আর সেই সঙ্গে গোটা বিশ্বে করোনার সংক্রমণের নিরিখে জার্মানি ছড়িয়ে সপ্তম স্থানে উঠে এল ভারত। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৬০৫ জনের।
যদিও স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১, ৮২,১৪৩। দেশে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধির হারে ফের রেকর্ড হয় রবিবার। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৩৮০। মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের মৃত্যু হয়েছে দেশে। ভারতে এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার জন। ইতিমধ্যেই করোনায় মৃত্যুতে চিনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গেই এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।
আজ থেকে আনলক ওয়ান। ধাপে ধাপে খুলছে তালা। কনটেইনমেন্ট জোন বাদে সর্বত্রই প্রায় পরিষেবাতেই ছাড়। শুরু জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া। মানতে যাবতীয় সুরক্ষাবিধি। বলা হচ্ছে, আগামী ৮ জুন থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে খুলে দেওয়া হবে ধর্মীয় স্থান, রেস্তোরাঁ, ও অন্যান্য Hospitality পরিষেবা। একই দিন থেকে খোলা হতে পারে শপিং মলও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করবে। কেন্দ্রীয় মন্ত্রী ও মন্ত্রকের সঙ্গে আলোচনা করে নির্দেশিকা জারি করা হবে। খেয়াল রাখা হবে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং থেকে শুরু করে করোনা মোকাবিলার সমস্ত স্বাস্থ্যবিধি মানা হয়।
Post a Comment