চিনের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে পারে ভারত, পাশে আছে আমেরিকা,জানিয়ে দিল ট্রাম্প
Odd বাংলা ডেস্ক: দেশের সার্বভৌমত্বের প্রশ্নে চিনের সঙ্গে ভারতের যে টানাপোড়েন বা লড়াই চলছে, তাতে সবসময় নয়াদিল্লির পাশেই আছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার টুইট করে একথা জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস।
তিনি স্পষ্ট করে জানান, চিনের বিরোধিতা করে যে সব পদক্ষেপ ভারত নেবে, তার প্রতিটি ক্ষেত্রে পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।'
চিন ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করেছে অভিযোগ করে অ্যালিস বলেন,'ধারাবাহিকভাবে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে চিন।
External rebalancing is critical. At the end of the day, it will be the US that stands with India in pushing back against constant Chinese probing of Indian sovereignty. #USindia dosti #india https://t.co/FJki4dKW33— Alice G Wells (@AliceGWells) June 13, 2020
এই বিষয় নিয়ে তাদের সঙ্গে ভারতের যে লড়াই চলছে তাতে সবসময় নয়াদিল্লির পাশেই রয়েছে ওয়াশিংটন।'
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিন ও আমেরিকার দ্ন্দ্ব এখন আর অজানা কোন বিষয় নয়। সীমান্ত সমস্যাকে পুজি করে সেই বিবাদে ভারতকে ওয়াশিংটন কাছে টানতে চাইছে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের। চলমান ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধানে মধ্যস্ততা করার ইচ্ছা প্রকাশ করেছিল আমেরিকা। তবে ভারত বা চিন কেউই সেই প্রস্তাবে রাজী হয়নি।
তবুও সুযোগ খোঁজা ছাড়ছে না আমেরিকা। সেই প্রেক্ষিতেই ফের উস্কানিমূলক মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের। ওয়েলস এদিন টুইট করে বলেন ভারত ও চিনের দ্বন্দ্ব আশংকাজনক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চিনের বিরুদ্ধে ভারতের সব ধরণের পদক্ষেপের পাশে রয়েছে।
উল্লেখ্য, গত মাস দুয়েক ধরেই লাদাখে হাতাহাতি থেকে শুরু করে যুদ্ধের হুঙ্কারে সরগরম রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এর আগে, চিনকে কড়া জবাব দেয় আমেরিকা। আমেরিকার ‘হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটি’র প্রধান ইলিয়াড এনজেল ভারতের বিরুদ্ধে চিনের দাদাগিরির কড়া নিন্দা করেছেন।
Post a Comment