চিনের গালে থাপ্পর মেরে ভারত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করল



Odd বাংলা ডেস্ক: কুটনৈতি ক্ষেত্রে এটাকে ভারতের বিরাট জয় হিসেবেই সবাই দেখছেন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য  হিসেবে অষ্টম বারের জন্য নির্বাচিত হল ভারত। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভারত নিজের আসনটি সুরক্ষিত করেছে। সূত্রের খবর, ১৯২টি বৈধ ভোটের মধ্যে ১৮৪টি ভোট ভারতের পক্ষে গিয়েছে। অস্থায়ী সদস্যদের দু-বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হয়। নতুন সদস্যদের মেয়াদ শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। সেখানে বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য। ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলিকে দু’বছরের অস্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য ফিবছর নির্বাচন হয় রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে। ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে ২০২১ এবং ২০২২ সালের জন্য। ভারত ছাড়াও আরও ৯টি দেশ আগামী দু-বছরের জন্য অস্থায়ী সদস্যপদ পাবে। এখন যে ১০টি দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, তাদের মধ্যে রয়েছে- বেলজিয়াম, কোতে দ্য ভঁয়ে, ডমিনিকান রিপাবলিক, ইকোয়েটোরিয়াল গিনি, জার্মানি, ইন্দোনেশিয়া, কুয়েত, পেরু, পোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর আগেও ভারত আরও সাতবার নিরাপত্তা পরিষদের (UNSC) অস্থায়ী সদস্য হয়েছিল। ১৯৫০-’৫১, ১৯৬৭-’৬৮, ১৯৭২-’৭৩, ১৯৭৭-’৭৮, ১৯৮৪-’৮৫, ১৯৯১-’৯২। একেবারে হালে ভারত অস্থায়ী সদস্য হয়েছিল ২০১১-’১২ সালের জন্য।
Blogger দ্বারা পরিচালিত.