এবার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ভারতে



Odd বাংলা ডেস্ক: ভারতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আবারও দুঃসংবাদ ৷ সারা দেশে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ পেরিয়ে গেল ৷ এরমধ্যে মৃত ৮৭০০ -র বেশি৷ করোনায় মৃতের সংখ্যায় ভারত শুক্রবার ইরানকে পিছনে ফেলে দিল ৷ আর এরই সঙ্গে এমন এক তালিকায় প্রথম স্থানে ভারত চলে এল যা সে কখনও চায়নি ৷ এশিয়ার যে দেশগুলিতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেই তালিকার এক নম্বর স্থান এখন ভারতের দখলে ৷ 

ভারতের পিছনে রয়েছে ইরান , তিন তুরস্ক ও পাকিস্তান পাঁচে রয়েছে ৷ ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এখন লাগামছাড়া মাত্রায় পৌঁছে গেছে ৷ জুন মাসে রোজ দিনই ৯-১০ হাজার সংক্রমণের খবর সামনে আসছে ৷ জুন মাসের প্রথম এগারো দিনেই নতুন এক লক্ষ সংক্রমণ হয়েছে ৷ ওয়ার্ল্ড মিটার অনুযায়ী কোভিডের ৭৩৩০ নতুন সংক্রমণ হয়েছে ৷ এর জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার হয়ে গেছে ৷ এর মধ্যে অ্যাক্টিভ কেস ১.৪৬ লক্ষ ৷ আর সুস্থ হয়ে গেছেন ১.৫০ লক্ষ মানুষ ৷ এই করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৮৭১১ জনের ৷ করোনা ভাইরাসের জেরে এশিয়া দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় এই মুহূর্তে ভারত এক নম্বরে ৷ ভারতে মৃত্যু হয়েছে৮৭১১ জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ইরান সেখানে মৃত্যু হয়েছে ৮৬৫৯ জনের ৷ এরপর তৃতীয় স্থানে রয়েছে তুরস্ক (৪৭৬৩), চতুর্থ স্থানে রয়েছে চিন (৪৬৩৪) ও পঞ্চম স্থানে পাকিস্তান (২৪৮০) ৷ 

এছাড়া পরপর দেশগুলি হল ইন্দোনেশিয়া, বাংলাদেশে, ফিলিপিন্স. জাপান, সৌদি আরব ৷ এদিকে ভারতের ডেথ রেট অর্থাৎ প্রতি এক লক্ষ মানুষে ৬, চিনে ৩, সিঙ্গাপুরপে ৪, বাংলাদেশে ৭ ও পাকিস্তানে ১১ ৷ এদিকে এই ডেথরেট সবচেয়ে বেশি ইরানে ৷ সেটা হল ১০৩৷ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ভারত রয়েছে দশম স্থানে ৷ এই তালিকার পরপর স্থানগুলিতে রয়েছে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স,স্পেন, মেক্সিকো, বেলজিয়াম , জার্মানি৷ এদের পরে দশম স্থানে ভারত ৷ আমেরিকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ১.১৬ লক্ষ মানুষের ৷ ব্রাজিল ও ব্রিটেন ৪১-৪২ হাজার , ইতালিতে ৩৪ হাজারের মৃত্যু হয়েছে ৷ ফ্রান্সে ২৯ হাজার, স্পেনে ২৭ হাজার মানুষ এই মারণ করোনা ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৷ মেক্সিকোতে মৃেতর সংখ্যা ১৬ হাজার, বেলজিয়ামে ৯৬০০, জার্মানিতে ৮৮০০৷
Blogger দ্বারা পরিচালিত.