দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গন্ডি ছাড়াল, মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই


Odd বাংলা ডেস্ক: নভেল করোনাভাইরাসের জেরে সারা দেশে আক্রান্ত এবং মৃত্যু অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫৮ জন মানুষ। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে ৩ লক্ষ ছাড়িয়ে গেল। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তে সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। 

ভারত সারা বিশ্বের মধ্যে প্রথম ১০টি করোনা বিধ্বস্থ দেশের মধ্যে জায়গা করে নিয়েছিল অনেকদিন আগেই, তবে এবার ভারত আক্রান্তের নিরিখে ছাপিয়ে গিয়েছে ব্রিটেনকেও। এই মুহূর্তে ভারতের স্থান চতুর্থ স্থানে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৮৬ জন। যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৮৮৪ জন। 

সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৪১! এরপরেই আক্রান্তের নিরিখে দ্বিতীয় তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, সেখানে আক্রান্ত ৩৬ হাজার ৮২৪!

ভারতে করোনা নিরাময়ের হার শনিবার সকালে ৪৯.৯৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর এখনও পর্যন্ত সারা ভারতে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৪ হাজার ৩৩০ জন। 
Blogger দ্বারা পরিচালিত.