করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, ভারত এবার চতুর্থ স্থানে



Odd বাংলা ডেস্ক: বিশ্বে সর্বাধিক করোনা সংক্রমিত দেশের তালিকায় চার নম্বরে উঠে এলো ভারত। ব্রিটেনকে টপকে চার নম্বরে উঠে এসেছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ, ব্রিটেনে যা ২.৯১ লক্ষ। এখন ভারতের আগে কেবলমাত্র রাশিয়া, ব্রাজিল ও আমেরিকা রয়েছে। শেষ ৫ দিনে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৫০,৯২৪ জন। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৭,৫৩৫। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী ব্রিটেনে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯১,৪০৯। করোনা আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশের মধ্যে প্রথম স্থানে থাকা আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২,০৮৯,৭০১। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৮,০৫,৬৪৯। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০২,৪৩৬।
Blogger দ্বারা পরিচালিত.