পাওয়া গেল অনুমতি, ভারতে এবার করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডিসিভির
Odd বাংলা ডেস্ক: আপতকালীন প্রয়োজনে ভারতের করোনা আক্রান্তদের ওপর ব্যবহার করা যাবে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমজিসিভির-এমনটাই অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রতিদিন যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে জরুরীকালীন ভিত্তিতে মার্কিন সংস্থা গিলিয়াড সায়েন্সকে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, যেসব রোগীল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, তাদের ওপর সর্বোচ্চ ৫ দিনের জন্য এই ওষুধ ব্যবহার করা হবে। তবে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে।
যেমন ধরুন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ পাওয়া যাবে। পাশাপাশি সর্বোচ্চ ৫দিনের জন্য এই ড্রাগ ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত, এর আগে আমেরিকায় করোনাভাইরাস মোকাবিলায় রেমডিভিসিরকে ছাড়পত্র দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দুই ভারতীয় সংস্থা সিপলা ও হেটেরো ল্যাবস ভারতে রেমডিসিভির বানিয়ে বিক্রি করতে ইচ্ছুক। যদিও এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।
Post a Comment